💼
“বেতন হচ্ছে একটা নেশা, যা দেওয়া হয় তোমার স্বপ্ন ভুলে থাকার জন্য।”
— ওয়ারেন বাফেট



এই কথাটার গভীরতা অনেক বেশি।
আমরা প্রায়ই দেখি — মানুষ তাদের প্রতিভা, আবেগ, আর স্বপ্নগুলোকে আটকে রাখে একটা মাসের শেষের স্যালারির মধ্যে।
ধীরে ধীরে সেটা অভ্যাসে পরিণত হয়, আর তারপর নেশায়।
বেতন দরকার, স্থিতি দরকার — কিন্তু যখন সেটাই তোমার একমাত্র প্রেরণা হয়ে যায়,
তখন তুমি ধীরে ধীরে হারিয়ে ফেলো সেই মানুষটাকে,
যে একসময় বড় কিছু করার সাহস রাখত।
💭 ওয়ারেন বাফেট শিখিয়েছেন — টাকাকে ভয় পেও না, কিন্তু টাকাকে ঈশ্বর বানিও না।
বেতনকে গন্তব্য ভাবলে তুমি সেখানে আটকে যাবে,
কিন্তু যদি একে শুধু একটা ধাপ ভাবো,
তাহলে তুমি তৈরি করবে এমন একটা জীবন, যেখানে কাজ আর ভালোবাসা এক হয়ে যায়।
🔥
জীবনের সত্যিটা সহজ:
বেতন তোমাকে বাঁচায়,
কিন্তু স্বপ্ন তোমাকে জীবিত রাখে।

Comments

Popular posts from this blog